বিব্রতকর পরিস্থিতি এড়ানোর পন্থা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪, ২৩:০৩

শীত মৌসুম আমাদের দেশ যেন নানান অনুষ্ঠান, নানান আয়োজনের ঋতু। বন্ধুদের আড্ডা, দলবেঁধে ঘুরতে যাওয়া, পিকনিক কিংবা পারিবারিক সম্মেলন- সব কিছুতে অংশ নেওয়া যেমন এই সময়ে আনন্দের তেমনি মাঝে মাঝে পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে।


কারণ কোনো কোনো সময় এমন অবস্থা তৈরি হয় যেখানে হয়ত মুখ থেকে কথা বের হয় না বা অস্বস্তিতে পড়তে হয় অপরিচিত মানুষ বেশি হলে।


এমন অবস্থাকে ব্যাখ্যা করে সিএনএন ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে নিউ ইয়র্ক’য়ের ‘হ্যামিল্টন কলেজ’য়ে দর্শনশাস্ত্রের সহযোগী অধ্যাপক অ্যালেক্সান্ড্রা প্লাকিয়াস বলেন, “সামাজিক যোগাযোগে বিব্রতকর অবস্থা তখনই তৈরি হয় যখন হঠাৎ করেই নিজেকে আবিষ্কার করতে হয় যে, কোনো প্রস্তুতি ছাড়াই একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। আর হয়ত আপনি সেটা আশাই করেননি।”


এরকম হলে নৈতিকভাবে নিজেকে সঠিক মনে হলেও মুখ দিয়ে কথা ফুটে না। এটার ভালো দিক হল- তখন বোঝা যায় আশপাশের সামাজিক অবস্থায় কোনো সমস্যা আছে বা সময়ের সাথে সম্পৃক্ত নয়।


প্লাকিয়াস বলেন, “মানুষ কখনও বিব্রতকর হয় না, হয় পরিস্থিতি। প্রায় সময় বিব্রতকর অবস্থা আর অস্বস্তিতে ভোগাকে এক করে ফেলা হয়। দুটি আসলে ভিন্ন বিষয়।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us