স্তন ক্যানসারের চিকিৎসা ও গবেষণায় এক গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে ইউনিভার্সিটি অব লিভারপুল। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় জানা গেছে, কীভাবে দুটি প্রধান প্রোটিন – HER2 এবং aVb6 ইন্টেগ্রিন–স্তন ক্যানসারের আক্রমণ ও ওষুধ প্রতিরোধকে প্রভাবিত করে। বিশেষ করে, HER2-পজিটিভ স্তন ক্যানসার, যা সবচেয়ে আক্রমণাত্মক প্রকারের মধ্যে অন্যতম, সেই ক্ষেত্রে এই আবিষ্কার অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
HER2 এবং aVb6-এর সম্পর্ক
HER2 এবং aVb6 প্রোটিনগুলি ক্যানসারের অগ্রগতির ভবিষ্যদ্বাণী করতে আগে থেকেই পরিচিত। তবে এই প্রথমবার দেখা গেছে, এরা একসঙ্গে কাজ করে একটি বিশেষ ‘ক্রসটক’ প্রক্রিয়ার মাধ্যমে, যা ক্যানসার কোষগুলোকে আরও আক্রমণাত্মক করে তোলে। গবেষণায় উল্লেখ করা হয়েছে যে, এই প্রক্রিয়াটি স্তন ক্যানসার কোষগুলোর মধ্যে আক্রমণ এবং প্রসার বাড়ায়।
তবে trastuzumab ওষুধে প্রতিরোধী স্তন ক্যানসার কোষে এই প্রক্রিয়াটি ব্যাহত হয়। Trastuzumab হলো HER2-পজিটিভ স্তন ক্যানসারের জন্য সাধারণত ব্যবহৃত একটি চিকিৎসা। গবেষণায় দেখা গেছে, এই ওষুধ প্রতিরোধী কোষগুলোতে GDI2 নামক একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক অনুপস্থিত থাকে, যার ফলে HER2 এবং aVb6 এর মধ্যে সম্পর্ক ছিন্ন হয়।