প্রধানমন্ত্রী হিসেবে ঢাকায় যাবেন হাসিনা, বর্তমান অবৈধ সরকার তাঁকে স্যালুট জানাবে: বিজেপির শুভেন্দু

আজকের পত্রিকা প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮

ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারকে ‘অবৈধ’ বলে আখ্যা দিয়েছেন ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বলেছেন, বাংলাদেশের ‘বৈধ’ প্রধানমন্ত্রী’ শেখ হাসিনা। তিনি প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকায় ল্যান্ড করবেন এবং বর্তমান সরকার তাঁকে স্যালুট জানিয়ে গ্রহণ করবে।


ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গে উত্তর-২৪ পরগণা জেলার গোয়ালডাঙ্গার বসিরহাটে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিজেপি ও বিভিন্ন হিন্দু সংগঠন প্রতিবেশী দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর কথিত নিপীড়নের অভিযোগে বিক্ষোভ প্রদর্শন করে।


পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রতিবাদ-বিক্ষোভে নেতৃত্ব দেন। বাংলাদেশকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, ‘সেখানে পরিস্থিতি খারাপ হচ্ছে। আমরা বাংলাদেশের ওপর নির্ভরশীল নই। বাংলাদেশই আমাদের ওপর নির্ভরশীল। আমরা যদি ৯৭টি পণ্য পাঠানো বন্ধ করি, তাহলে আপনারা চাল ও কাপড় পাবেন না। আমরা যদি ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ পাঠানো বন্ধ করি তাহলে ৮০ শতাংশ গ্রামে আলো জ্বলবে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us