উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদের দোসরদের থাকার অধিকার নেই : গোলাম পরওয়ার

কালের কণ্ঠ প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৪, ১৪:৪৮

ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা পরিষদে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নবনিযুক্ত সদস্যদের বিষয়ে এ মন্তব্য করেন তিনি। 


আজ শুক্রবার সকালে বাগেরহাট শহরের দশানী ঐতিহাসিক পচা দিঘির পাশে খানজাহান আলী আলিম মাদরাসা মাঠে বাগেরহাট জেলা শাখার রোকন সম্মেলন হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।


তিনি বলেন, যারা দেশের আলেম-উলামাদের বিষয়ে প্রকাশ্যে বক্তব্য রেখেছেন, যারা প্রকাশ্যে ফ্যাসিবাদের দোসর ছিল, আমলা হিসেবে ব্যুরোক্রেসিতে, জুডিশিয়ালিতে যারা ফ্যাসিবাদের দোসর থেকে পারপাস সার্ভ করেছে এমন প্রমাণ থাকা সত্ত্বেও ওইসব ব্যক্তিদের  উপদেষ্টা  হিসেবে পদে থাকার নৈতিক অধিকার থাকতে পারে না।


মিয়া গোলাম পরওয়ার প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে গত ১১ থেকে ১২ মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বাংলাদেশের জনগণের সার্ভ করেছে, তাদের মধ্যে প্রায় সাড়ে সাত লাখ কর্মকর্তা-কর্মচারী এই ফ্যাসিবাদের দোসর ছিল। কয়েক দিন আগে এমন তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাই জনগণের ট্যাক্সের টাকায় লালিত গোয়েন্দা তথ্যের বিনিময়ে সত্য তথ্য গ্রহণ করুন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us