জোকোভিচ নাকি ফেদেরার, দ্বৈরথে কাকে এগিয়ে রাখলেন নাদাল

প্রথম আলো প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৪, ২২:০২

যুগের সমাপ্তি—টেনিস দুনিয়ায় তাকালে এখন সবচেয়ে বেশি মনে আসে এ কথা। দুই দশকের বেশির সময় ধরে টেনিসে রাজত্ব করেছেন তিনজন কিংবদন্তি। রজার ফেদেরারকে দিয়ে শুরুর পর এই অভিযানে যোগ হন রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচও। এরপর পালা করে দাপট দেখিয়ে টেনিসে নিজেদের অমরত্ব নিশ্চিত করেছেন তাঁরা। তিন কিংবদন্তি মিলে জিতেছেন ৬৬টি গ্র্যান্ড স্লাম, যা এককথায় অবিশ্বাস্য!


তবে সব ভালোরই নাকি কখনো না কখনো শেষ হতে হয়। সেই নিয়ম মেনেই এখন একে একে বিদায় নিচ্ছেন টেনিসের এসব মহারথী। ২০২২ সালে ফেদেরারকে দিয়ে শুরু। এরপর কদিন আগে নিজের শেষের খবর জানিয়ে দিয়েছেন নাদালও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us