এই কাওয়ালি সেই কাওয়ালি?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৪, ১০:৩৭

দুবছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসির সামনে কাওয়ালির আসরে হামলার পর ফেইসবুকে কাওয়ালির ভিডিও ছড়িয়ে দিয়ে ‘জবাব’ দিয়েছিলেন অনেকেই।


এবারে গণঅভ্যুত্থানে সরকার হঠানোর পর ফের কাওয়ালির আয়োজন হচ্ছে বিভিন্ন স্থানে। রাজনৈতিক পট পরিবর্তনের এই প্রেক্ষাপটে আওয়ামী লীগকে ‘বুড়ো আঙুল দেখাতে’ বিদ্রোহের গান হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাওয়ালির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন কাওয়ালি সংগীতের আয়োজক হিসেবে পরিচিত মীর হুযাইফা আল মাহদূহ।


তবে কাওয়ালি সংগীতের গবেষক, শিল্পী এবং দর্শকরা বলেছেন, তরুণ প্রজন্মের সাম্প্রতিক আয়োজনে ‘মাধুর্য ও ভাবরস ভাসিয়ে দিয়ে’ এবং গায়কির মূল ঢঙে ‘পরিবর্তন এনে’ যেভাবে কাওয়ালি গাওয়া হচ্ছে, তাতে এই সংগীত স্বকীয়তা হারাচ্ছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us