পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে রাজত্ব করছে ইংল্যান্ড ক্রিকেট দল। স্বাগতিক পাকিস্তানের করা ৫৫৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৮২৩ রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড।
১৯৩৮ সালে ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৯০৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। তারপর দলীয় সংগ্রহে এই প্রথম ন্যূনতম ৮০০ রান টপকাল ইংল্যান্ড।
মুলতান টেস্টে আজ চতুর্থ দিনে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ৮২৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড।
টেস্ট ক্রিকেটে দলীয় সংগ্রহ ন্যূনতম ৮০০ দেখা গেছে চারবার। এর মধ্যে তিনবারই স্কোরের পাশে ইংল্যান্ডের নাম লেখা। ইংল্যান্ড প্রথম দলীয় সংগ্রহে ন্যূনতম ৮০০ রানের দেখা পেয়েছে ১৯৩০ সালে। কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৮৪৯ রানে অলআউট হয়েছিল ফ্রেডি ক্যালথর্পের দল।