গুগলের নিরাপত্তাব্যবস্থার চোখ এড়িয়ে প্লে স্টোরের মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের স্মার্টফোনে ছড়িয়ে পড়ছে ‘নেক্রো’ ম্যালওয়্যার। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি জানিয়েছে, প্লে স্টোরে থাকা দুটি অ্যাপে নেক্রো ম্যালওয়্যারের সন্ধান মিলেছে। এসব অ্যাপ এরই মধ্যে ১ কোটি ১০ লাখের বেশিবার ডাউনলোড হয়েছে। অ্যাপের মডিফায়েড সংস্করণের মাধ্যমে ট্রোজান ঘরানার নেক্রো ম্যালওয়্যার ব্যবহারকারীদের স্মার্টফোনে প্রবেশ করানো হয়েছে।
ক্যাসপারস্কির তথ্যমতে, ছবি সম্পাদনা ও বিউটিফিকেশন অ্যাপ ‘উইটা ক্যামেরা’ ও ‘ম্যাক্স ব্রাউজার’ অ্যাপে নেক্রো ম্যালওয়্যারের সন্ধান পাওয়া গেছে। উইটা ক্যামেরা অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে এক কোটির বেশিবার ডাউনলোড হয়েছে। ফলে এক কোটি স্মার্টফোনে ম্যালওয়্যারটি রয়েছে। অপর দিকে ম্যাক্স ব্রাউজারটি ১০ লাখের বেশিবার ডাউনলোড হয়েছে। উইটা ক্যামেরা অ্যাপ থেকে ম্যালওয়্যারটি মুছে ফেলা হলেও ম্যাক্স ব্রাউজারের হালনাগাদ সংস্করণে এখনো রয়েছে ম্যালওয়্যারটি।