ক্রিকেটারদের বৈঠকে তামিমের ভূমিকা জানালেন বোর্ড সভাপতি

প্রথম আলো প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৮

গত পরশু সন্ধ্যায় বিসিবি কার্যালয়ে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার বিপিএলের পারিশ্রমিক নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা বলেন। সেখানে ক্রিকেটাররা স্বতঃপ্রণোদিত হয়ে বিসিবি সভাপতির কাছে পারিশ্রমিক কিছুটা কমিয়ে হলেও যেন বিপিএলটা ঠিকঠাকমতো আয়োজনের কথা বলেন। ক্রিকেটারদের সেই বৈঠক নাজমুল-মিরাজরা ছাড়াও ছিলেন তামিম ইকবাল।


আজ ক্রিকেটারদের বৈঠকে তামিমের উপস্থিতি নিয়ে বোর্ড সভাপতি ফারুক আহমেদকে প্রশ্নের মুখোমুখি হতে হয়। রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে ক্রিকেটারদের পাকিস্তান জয়ের বোনাস দেওয়ার পর সাংবাদিকেরা তাঁকে এ প্রশ্ন করেন। তিনি উত্তরে বলেছেন, ‘তামিম এসেছিল। আমি প্রেসিডেন্ট হওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে এ রকম বসতে পারিনি। প্রথম কাজ হলো, ওরা এসেছিল আমার সঙ্গে দেখা করতে।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us