আধুনিক ফুটবলে দলবদল মানেই অর্থের ঝনঝনানি। প্রতি মৌসুমে দলবদলে পছন্দের খেলোয়াড়দের কিনতে টাকার থলে নিয়ে হাজির হয় ক্লাবগুলো। এখন পর্যন্ত অবশ্য বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের রেকর্ড নেইমারের দখলেই আছে।
২০১৭ সালে ফুটবল দুনিয়ায় আলোড়ন তুলে ২২ কোটি ২০ লাখ ইউরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে যান নেইমার। এমনকি দলবদলের সম্মিলিত হিসাবেও সবচেয়ে দামি খেলোয়াড় ব্রাজিলিয়ান এই তারকা। দলবদলে তাঁর পেছনে ক্লাবগুলো খরচ করেছে ৪০ কোটি ইউরো।