মেসি, রোনালদোদের ত্রয়ী কোথায়, কোথায় এমবাপ্পে-হলান্ডদের ত্রয়ী

প্রথম আলো প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২০

বার্সেলোনার এমএসএন আর রিয়াল মাদ্রিদের বিবিসি ত্রয়ীকে এই কয় বছরে ভুলে যাওয়ার কথা নয়। মেসি–সুয়ারেজ–নেইমারের এমএসএন এবং বেল–বেনজেমা–ক্রিস্টিয়ানোর বিবিসি ত্রয়ী ফুটবলকে মাতিয়ে রেখেছিল টানা কয়েক বছর। আক্রমণভাগের এই ত্রয়ীদের নিয়ে ঘরোয়া লিগ তো বটেই, চ্যাম্পিয়নস লিগও জিতেছে বার্সা–রিয়াল।


মেসি-সুয়ারেজ-নেইমার কিংবা বেল-বেনজেমা-ক্রিস্টিয়ানোরা এখন ত্রয়ী হিসেবে অতীত। ছয়জনের মধ্যে গ্যারেথ বেল বুট জোড়া তুলে রেখেছেন। বাকি পাঁচজন খেলা চালিয়ে গেলেও কেউই আর ইউরোপে নেই। মেসি ও সুয়ারেজ এখন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। আর রোনালদো (আল নাসর), নেইমার (আল হিলাল) ও বেনজেমারা (আল ইত্তিহাদ) সৌদি আরবে। তবে বিবিসি, এমএসএন না থাকলেও রিয়াল–বার্সায় ত্রয়ীর উপস্থিতি এখনো আছে। দলের প্রয়োজনে আর খেলার ধরনের কারণেই যেকোনো দলে আক্রমণত্রয়ী গড়ে ওঠে। কিন্তু মেসি, রোনালদোর ত্রয়ী লা লিগায় যে ছাপ রেখে এসেছে, এখন কি দেখা মিলছে তেমন কিছুর? তারকামূল্যে না হোক, গোলের সংখ্যায়ও কি এমএসএন, বিবিসি–ত্রয়ীকে ছুঁতে পারছেন কেউ?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us