২১ নভেম্বর সর্বশেষ আর্জেন্টিনার হয়ে মাঠে নেমেছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। যে ম্যাচে মারাকানায় ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে তারা ১-০ গোল জয় পেয়েছিল। ম্যাচটি শেষে চোট নিয়ে কিছুটা অস্বস্তি থাকায় আর মাঠে নামেননি এই মহাতারকা। এর মাঝে জন্মস্থান রোজারিওতে সপরিবারে তিনি ছুটি কাটিয়েছেন। ইন্টার মায়ামির সঙ্গে আগামী ১৯ জানুয়ারি প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ রয়েছে এল সালভাদরের, ওই ম্যাচ দিয়ে মাঠে নামতে পারেন মেসি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, ছুটি শেষে শনিবার রাতে মেসি সপরিবারে রোজারিও ত্যাগ করেছেন। পোর্ট লডারডেল থেকে তার পরবর্তী গন্তব্য মায়ামি, সেখানে পৌঁছে জেরার্দো মার্টিনোর দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন তিনি। সেখানে কেবল মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটির হয়েই নয়, মেসি মূলত কোপা আমেরিকার জন্যও প্রস্তুতি শুরু করবেন। আগামী জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার আসর।