গবেষণা বলছে- ধীরে ধীরে বুড়ো হওয়ার বিষয়টা ঠিক না।
আমাদের সরল ধারণা হল- সময়ের তালে বুড়ো তো হতেই হবে। তবে সাম্প্রতিক গবেষণা বলছে মানুষের শরীরে ‘মলিকিউলার লেভেল’ বা আণবিক স্তরে পরিবর্তন ঘটে দুটি বয়সে- প্রথমটি হল ৪৪ আর দ্বিতীয়টি হল ৬০।
‘স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি’ এবং ‘সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটি’র গবেষকরা যৌথভাবে পর্যবেক্ষণ চালিয়ে এই তথ্য আবিষ্কার করেন।