২০০৭ সালে পোর্ট অভ স্পেনে জহির খানের বলে ডাউন দ্য উইকেটে হাঁকানো বিশাল ছক্কা… বাংলাদেশের ক্রিকেটে তামিম ইকবাল নামের এক রত্নের উত্থানের গল্পটা সেখান থেকে। পরের দেড়যুগ ধরে টাইগার ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন চট্টগ্রামের এই লোকাল হিরো। ৩৫ বছর বয়সে এসে দেখে ফেলেছেন দেশের ক্রিকেটের অনেক কিছুই।
ক্যারিয়ারের একেবারেই শেষ পর্যায়ে এসে পড়েছেন তামিম। সেটা একপ্রকার বলাই যায়। গতকাল সোমবার বিসিবিতে গিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের সঙ্গে সাক্ষাৎ করতে। এরপর থেকেই গুঞ্জন উঠেছে তার ক্রিকেট বোর্ডে যুক্ত হওয়া প্রসঙ্গে। যদিও তামিম এখন পর্যন্ত মাঠের খেলোয়াড়ই থাকছেন।
দীর্ঘ এই পথচলায় তামিম ইকবাল বাংলাদেশের হয়ে রেকর্ডের বন্যা যেমন বইয়ে দিয়েছেন, তেমনি দেখেছেন নতুন এক প্রজন্মকে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর ম্যাগাজিন দ্যা ক্রিকেট মান্থলির সাথে কথা বলতে গিয়ে তামিম জানালেন, বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে এই তরুণ প্রজন্মের ক্রিকেটারদের হাত ধরেই।