নকিয়ার বিভিন্ন মডেলের মুঠোফোনের প্রতি তাঁর বেশ আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকে তিনি সংগ্রহ করে ফেলেছেন ৩ হাজার ৬১৫ ধরনের মোবাইল। এই সংগ্রহ দিয়েই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন স্পেনের নাগরিক ওয়েন্সেস পালাও ফার্নান্দেজ।
স্পেনের বার্সেলোনার নাগরিক ফার্নান্দেজ বলেন, ১৯৯৯ সালে বড়দিনে তিনি ৩২১০ মডেলের ধূসর রঙের একটি নকিয়া মুঠোফোন পেয়েছিলেন। এর পর থেকে মুঠোফোনের প্রতি তাঁর একধরনের ভালোবাসা তৈরি হয়। ২০০৮ সাল থেকে তিনি নকিয়ার সেসব মডেলের মুঠোফোন কেনা শুরু করেন, যা আগে কেনার সামর্থ্য ছিল না তাঁর।