মস্কোর ছোড়া একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছে ইউক্রেন। গত বৃহস্পতিবার দেশটির নিপ্রো শহরে নতুন ধরনের এ শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে প্রথম এতটা শক্তিশালী অস্ত্রের ব্যবহার করা হলো।
ইউক্রেনের তদন্ত কর্মকর্তারা যেখানে ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ পরীক্ষা করছেন, সেখানে গতকাল রোববার অল্প কয়েকজন সাংবাদিককে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সেই দলে রয়টার্সের একজন সাংবাদিকও ছিলেন। নিরাপত্তার খাতিরে সাংবাদিকদের সেই স্থানের নাম প্রকাশ না করতে বলা হয়েছে।
ইউক্রেনের বিশেষজ্ঞরা ধ্বংসাবশেষ পরীক্ষা-নিরীক্ষা করে রাশিয়ার সামরিক সরবরাহব্যবস্থা ও অস্ত্রশস্ত্র উৎপাদনের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন। একই সঙ্গে এ ধরনের ক্ষেপণাস্ত্রের হামলা ঠেকানোর উপায় খুঁজছেন।
গত বৃহস্পতিবার রাশিয়া তার ছোড়া ওই ক্ষেপণাস্ত্রের নাম দিয়েছে ‘ওরেশনিক’। বর্তমান আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে হাইপারসনিক এ ক্ষেপণাস্ত্রকে আটকানো যাবে না বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।