সকালে উঠেই মুঠোফোন দেখেন? জেনে নিন আপনার ব্যক্তিত্বের ধরন

প্রথম আলো প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪, ১৩:০৬

নতুন একটা দিনের নতুন একটা সকালে ঘুম থেকে ওঠার পরপরই মুঠোফোনের পর্দায় চোখ রাখেন কেউ কেউ। কোনো বার্তা এসেছে কি না ও সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ নতুন কিছু পোস্ট করল কি না, এসব দেখেই দিন শুরু করেন তাঁরা। এমন অভ্যাস যদি থেকে থাকে আপনারও, তাহলে জেনে রাখুন এর ভিত্তিতে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে।


আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া


কেবল নতুন কিছু একটা দেখতে পাওয়ার আকর্ষণে সকালে ঘুম ভাঙার পরপরই মুঠোফোন স্ক্রল করার যে ছোট্ট সিদ্ধান্তটি আপনি নিয়ে ফেলেন, তা থেকে বোঝা যায় আপনি আবেগের বশে সিদ্ধান্ত নিচ্ছেন। আপনি জীবনযাপনের সব ক্ষেত্রে শরীর ও মনের জন্য স্বাস্থ্যকর অভ্যাসের চর্চা করেন না। যে জিনিসটির প্রতি আপনি দুর্দমনীয় আকর্ষণ অনুভব করেন, তার ভালো–মন্দ বিচার করেন না। যদিও আপনি জানেন, কোনটা করা উচিত আর কোনটা করা অনুচিত। তবু আপনি এই জানাবোঝার চেয়ে আবেগকে বেশি গুরুত্ব দেন। আবেগের বশে চট করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন।


ফিয়ার অব মিসিং আউট


আপনি যতক্ষণ ভার্চ্যুয়াল দুনিয়ায় ছিলেন না, তখন কোথায় কী ঘটে গেল, তার খবর রাখা চাই-ই চাই আপনার। ভাবনার এই ধারাটিকে বলে ‘ফিয়ার অব মিসিং আউট’। অর্থাৎ ‘গুরুত্বপূর্ণ’ কিছু ‘মিস’ করার ভয়। এর তাড়নায় ঘুম ভাঙামাত্রই মুঠোফোন দেখা চাই আপনার।


অতিরিক্ত মানসিক চাপ


এই জীবনধারায় আপনি বেশ মানসিক চাপেও থাকেন। একধরনের উদ্বেগ কাজ করে আপনার মনের গহিনে। ভার্চ্যুয়াল দুনিয়ার ব্যাপারে প্রায় সব সময়ই বেশ ‘অ্যালার্ট’ বা অতন্দ্র থাকেন আপনি। ব্যাপারটা কিন্তু সত্যিই বেশ চাপের।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us