টনসিলাইটিসের চিকিৎসাপদ্ধতি ও জটিলতা

প্রথম আলো প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪, ১৩:০৩

টনসিল বা টনসিলাইটিস খুবই পরিচিত সমস্যা, বিশেষ করে শিশু–কিশোরদের। এটি সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হয়। প্রতি চার স্কুলশিশুর একজনের এ সমস্যা হতে দেখা যায়। এ সমস্যায় ওষুধ না অস্ত্রোপচার, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন অভিভাবকেরা। কোনো কোনো শিশু সারা বছর টনসিলের প্রদাহে বারবার ভোগে, স্কুল কামাই হয়। এর স্থায়ী সমাধান আছে কি? আসুন, জেনে নিই এর চিকিৎসাপদ্ধতি ও জটিলতা সম্পর্কে।

চিকিৎসা


ওষুধ ও নানা ধরনের ঘরোয়া পদ্ধতিতে টনসিলাইটিসের চিকিৎসা করা হয়। অস্ত্রোপচারও একটি পদ্ধতি।



  • ব্যাকটেরিয়াল সংক্রমণের জন্য ব্যবহৃত হয় অ্যান্টিবায়োটিক। ব্যথা কমাতে ব্যথানাশক ওষুধ বা প্যারাসিটামল দিতে হয়।

  • কুসুম গরম পানিতে লবণ দিয়ে গড়গড়া করতে হবে প্রতিবার খাওয়ার পর।

  • সমস্যা দেখা দিলে স্কুলে না গিয়ে বিশ্রাম নিতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে। এতে রোগ প্রতিরোধক্ষমতা বাড়বে।

  • গুরুতর বা বারবার টনসিলাইটিসের ক্ষেত্রে টনসিল অপারেশনের (টনসিলেক্টমি) প্রয়োজন হতে পারে।


কখন অস্ত্রোপচার



  • বারবার টনসিলে প্রদাহ।

  • বছরে পাঁচবারের বেশি প্রদাহ।

  • দীর্ঘস্থায়ী স্লিপ অ্যাপনিয়া বা নাক ডাকার সমস্যা।

  • টনসিল বড় হয়ে শ্বাসনালি ব্লক ও শ্বাস নিতে কষ্ট হলে।

  • টনসিল দেখতে টিউমারের মতো বড় হলে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us