প্যারিস অলিম্পিকে প্রথম নিরপেক্ষ অ্যাথলেট হিসেবে সোনা জিতেছেন বেলারুশের অ্যাথলেট ইভান লিটভিনোভিচ। তবে অলিম্পিকের অফিশিয়াল পদকতালিকায় জায়গা হয়নি এই স্বর্ণপদকের। কেন? ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের ওপর হওয়া আগ্রাসনে রাশিয়াকে সমর্থন দেওয়ায় রাশিয়ার সঙ্গে নিষিদ্ধ করা হয় বেলারুশকেও।
গত বছর ডিসেম্বরে নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবে ২০২৪ প্যারিস অলিম্পিকে রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের অংশ নেওয়ার ব্যাপারে সবুজসংকেত দেন অলিম্পিকপ্রধানেরা। ফলে দলীয় ইভেন্টের বাইরের প্রতিযোগিতাগুলোয় অংশ নেওয়ার সুযোগ পান এ দুটি দেশের অ্যাথলেটরা।