উরুগুয়ে না কলম্বিয়া, ফাইনালে কাকে পাবে আর্জেন্টিনা

প্রথম আলো প্রকাশিত: ১০ জুলাই ২০২৪, ১৫:২৬

কলম্বিয়া ফুটবল ফেডারেশন নেস্তর লরেঞ্জোকে যখন জাতীয় দলের প্রধান কোচ করে আনে, তখন দেশটির ফুটবল-সংশ্লিষ্ট কয়েকজন ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে লরেঞ্জো সমালোচকদের কথায় কান দেননি, ২০২২ সালের জুনে দায়িত্ব বুঝে পাওয়ার পর থেকে শুধু নিজের কাজটা করে গেছেন।


লরেঞ্জো ভালো কাজের সুফলটা পাচ্ছেন এখন। এই আর্জেন্টাইন কোচের ছোঁয়ায় বদলে যাওয়া কলম্বিয়া এখন কোপা আমেরিকার সেমিফাইনালে। টানা ২৩ ম্যাচ অপরাজিত থাকা দলটির সামনে আগামীকাল আরেক আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার দল উরুগুয়ে। দুজনের দলই আসরে এখন পর্যন্ত অপরাজিত। দুজনের দলই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে। এ পথে তাঁদের দল রুখে দিয়েছে ব্রাজিলকেও। উরুগুয়ে-কলম্বিয়ার কালকের লড়াইটা তাই ডাগআউটে দুই আর্জেন্টাইন কোচের একে অন্যকে ছাড়িয়ে যাওয়ারও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us