সাকিব যখন সতীর্থদের ‘কোচ’

আজকের পত্রিকা প্রকাশিত: ০৭ জুন ২০২৪, ১৪:০৫

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের স্পিন আক্রমণের প্রস্তুতি গত পরশু একেবারে কাছ থেকে দেখার সুযোগ করে দিল ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামের ছোট্ট নেট।


রাস্তাঘেঁষা বেড়ার কাছের নেটে বোলিং অনুশীলন করছিলেন পাঁচ স্পিনার—সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, শেখ মেহেদী আর তানভীর ইসলাম। তাঁদের তত্ত্বাবধান করছিলেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। আর মাঠের মতো এখানেও স্পিন আক্রমণের মধ্যমণি হয়ে রইলেন সাকিব।


স্পিন কোচ উপস্থিত থাকলেও অনুজ সতীর্থদের টিপস দেওয়ার কাজটা দারুণভাবে করে যাচ্ছিলেন সাকিব। কোন বল কীভাবে করলে সাফল্য মিলবে—যেন শেখ মেহেদী-তানভীরদের আরেকজন ‘কোচ’ সাকিব!  একপর্যায়ে তানভীরকে উদ্দেশ্য করে তারকা অলরাউন্ডার বলছিলেন, ‘উইকেট পেলে কেমন উদ্‌যাপন হবে?’ তানভীরের চেনা উদ্‌যাপন (ডান হাতের তর্জনী উঁচিয়ে বাঁ হাতের তর্জনী মুখে রেখে চুপ করার ভঙ্গি) কিছুটা অনুকরণ করেও দেখালেন সাকিব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us