সংসদ সদস্য আনোয়ারুল আজীমের (আনার) কলকাতায় খুন হওয়ার পর প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেছে। দেশের ইতিহাসে চলমান সংসদের একজন সদস্যের ভিন দেশে খুন হওয়া এবং মরদেহ খুঁজে না পাওয়ার ঘটনা নজিরবিহীন। তবে ঝিনাইদহের টানা তিনবারের এই সংসদ সদস্যের খুনের ঘটনার সঙ্গে পাল্লা দিয়ে আলোচিত হচ্ছে তাঁর বিতর্কিত কর্মকাণ্ড। ফলে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে থাকা এই ঘটনায় বিব্রত আওয়ামী লীগ দলগতভাবে কোনো অবস্থান নিতে পারছে না।
তবে আনোয়ারুল আজীম ছাড়াও বর্তমান সংসদে আওয়ামী লীগের এমন বিতর্কিত অনেক সদস্য রয়েছেন বলে দলের মধ্যেও আলোচনা আছে। কিন্তু সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য দলে নানা প্রক্রিয়া থাকলেও বিতর্কিত ব্যক্তিরা কীভাবে মনোনয়ন পান, দলটির ভেতরেই এই প্রশ্ন উঠছে। বিতর্কিতদের ব্যাপারে এখনই সতর্ক হওয়া প্রয়োজন বলে আওয়ামী লীগ নেতাদের কেউ কেউ বলছেন। তবে এসব বিষয় শেষ পর্যন্ত দল কতটা গুরুত্ব দেবে, এই সন্দেহও রয়েছে তাঁদের।