২০২৪ সালকে বলা হচ্ছে নির্বাচনের বছর। বিশ্বের প্রায় অর্ধেক মানুষ এ বছর ভোটের আওতায় থাকছেন। নির্বাচন হচ্ছে ৭০টির বেশি দেশে। এক বছরে এতগুলো দেশে নির্বাচনের নজির আগে নেই। ‘ঐতিহাসিক’ এই বছর এরই মধ্যে চার মাস পার করেছে। বেশ কিছু দেশে ভোট হয়েও গেছে।
এমন এক সময়ে এই নির্বাচনগুলো হচ্ছে, যখন বিশ্বজুড়ে গণতন্ত্রের মান নিচের দিকে নামছেই। সুইডেনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্সের ২০২৩ সালের পর্যবেক্ষণ বলছে, বিশ্বের অর্ধেক দেশে টানা ছয় বছর ধরে গণতন্ত্রের ক্ষয় চলছে।