মন্ত্রী-সংসদ সদস্যদের আত্মীয়দের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে—গত বৃহস্পতিবার এমনই সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এর জন্য সাংগঠনিক সম্পাদকদের সারা দেশ থেকে তথ্য নিয়ে তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল শনিবার পর্যন্ত সেই তালিকা হয়নি। আজ রোববার তালিকা পূর্ণাঙ্গ করার সম্ভাবনা রয়েছে বলে আওয়ামী লীগের নেতারা বলছেন।
তবে আগামীকাল সোমবার উপজেলা নির্বাচনের প্রথম পর্বের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওই দিনের মধ্যে মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান, নিকটাত্মীয় ও স্বজনদের ভোট থেকে সরে দাঁড়াতে হবে।
আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, প্রথম পর্বে এ ধরনের যেসব প্রার্থী আছেন, তাঁদের বিষয়ে মন্ত্রী-সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের কথা ফোনে জানিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্বের সম্ভাব্য প্রার্থীদের বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে তালিকা তৈরি হয়ে গেলে তৃতীয় ও চতুর্থ পর্বের বিষয়ে এতটা সমস্যা হবে না। কারণ, এর মধ্যে বার্তা সবাই পেয়ে যাবেন।