ওজন কিংবা শারীরিক সৌন্দর্য বাড়াতে অনেকে স্টেরয়েড গ্রহণ করেন। অনেক সময় ওজন বাড়ানোর সম্পূরক খাদ্যে (ফুড সাপ্লিমেন্ট) স্টেরয়েড মেশানো থাকে। স্টেরয়েডের প্রভাবে ওজন বাড়ে। পরে তাদের মধ্যে দেখা দিতে পারে খিটখিটে মেজাজ, দুর্বলতা, ব্রণ, ক্ষীণদৃষ্টি, ছানি, রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়া, সহজে ত্বকের নিচে রক্তপাত হওয়া, ক্ষত শুকাতে দেরি হওয়া, পেট জ্বালাপোড়া, হাড়ের ক্ষয় ও হাড় ভেঙে যাওয়ার প্রবণতা। স্টেরয়েড গ্রহণের সাবধানতা নিয়ে জানাচ্ছেন যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক জনস্বাস্থ্য গবেষক ডা. শাহরিয়ার আহমেদ।
স্টেরয়েড গ্রহণ করলে কর্টিসল নামক জীবন রক্ষাকারী হরমোনের ঘাটতি হয়। এতে বারবার রক্তচাপ কমে যায়। টেস্টোস্টেরনের একটি কৃত্রিম রূপ অ্যানাবলিক-অ্যান্ড্রোজেনিক স্টেরয়েড, যা মাংশপেশিতে ভর ও শক্তি বাড়াতে ব্যবহৃত হয়। স্টেরয়েডের ব্যবহার বিপজ্জনক হতে পারে। সতর্ক না থাকলে পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।