প্রতিদিন নানা কাজে স্মার্টফোন ব্যবহার করা হয়। স্মার্টফোনের মাধ্যমেই ব্যাংকিং অ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্যবহার করা হয়। এমনকি ব্যক্তিগত ছবিসহ নানা তথ্যও জমা থাকে। আবার বিভিন্ন চ্যাটিং অ্যাপে সংবেদনশীল তথ্যও থাকে। তাই হ্যাকাররা এখন স্মার্টফোন হ্যাক করার জন্যও তৎপর। স্মার্টফোনের তথ্য সুরক্ষিত রাখতে এবং হ্যাকারদের হাত থেকে নিরাপদ রাখতে বেশ কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে। দেখে নেওয়া যাক।
শক্তিশালী পাসওয়ার্ড
স্মার্টফোনের নিরাপত্তা জোরদার করতে পারসোনাল আইডেন্টিফিকেশন নম্বর বা পিনের পাশাপাশি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড যত জটিল হবে, ততই নিরাপদ। সহজে মনে রাখার জন্য অনেকেই একই পাসওয়ার্ড স্মার্টফোনসহ বিভিন্ন অ্যাকাউন্টে ব্যবহার করেন। একই পাসওয়ার্ড ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। নিজের প্রিয়জন বা পছন্দের জীবজন্তু বা বস্তুর নামের সমন্বয়ে পাসওয়ার্ড দেওয়া যাবে না। পাসওয়ার্ডে অবশ্যই ছোট-বড় অক্ষরের পাশাপাশি একাধিক সংখ্যা ও চিহ্ন ব্যবহার করতে হবে।