৩ এপ্রিল কম্পিউটার সমিতির নির্বাচন

প্রথম আলো প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪, ২০:২৮

দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। বিসিএসের নির্বাচন বোর্ড আজ সোমবার এক নোটিশে এ তথ্য দিয়েছে। রাজধানীর মিন্টো রোডে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে ৩ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। কার্যনির্বাহী কমিটির পাশাপাশি একই সময়ে বিসিএসের রংপুর ও সিলেট শাখার কমিটি নির্বাচনের ভোট গ্রহণও করা হবে। বিসিএসের মোট ১১টা শাখার মধ্যে বাকি ৯টি শাখার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একই দিনে নির্বাচনের ভোট গণনা, ফলাফল প্রকাশ ও নির্বাচিতদের মধ্যে পদ বন্টন করা হবে।


গত ৯ জানুয়ারি বিসিএসের ২০২৪-২৬ মেয়াদের কমিটির নির্বাচন কার্যক্রম শুরু হয়। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গত ৭ ফেব্রুয়ারি বেলা আড়াইটা। বিসিএসের নির্বাহী কমিটির ৭টি পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। নির্ধারিত সময়ের পর জমা দেওয়ায় নির্বাচন বোর্ড দুজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে। পরে তাঁরা আপিল করলে আপিল বোর্ডও একই সিদ্ধান্ত বহাল রাখে। এরপর গত মাসে ওই দুই প্রার্থী নির্বাচন বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালক বাণিজ্য সংগঠন (ডিটিও) বরাবর আপিল করেন। পরে ডিটিও ওই দুটি মনোনয়নপত্র বৈধ বলে সিদ্ধান্ত দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us