জিয়া-এরশাদের উদ্দ্যোগহীনতার কারণে বাংলাদেশ গণহত্যার স্বীকৃতি পায়নি: মেনন

সমকাল প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪, ১৯:২২

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, জিয়া-এরশাদের উদ্দ্যোগহীনতার কারণেই এখন পর্যন্ত বাংলাদেশ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। এখন সেই একই রাজনীতির পথে তারা ভারতীয় পণ্য বর্জনের নামে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক নষ্ট করার চেষ্টায় লিপ্ত হয়েছে।


সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে ওয়ার্কার্স পার্টি আয়োজিত সমাবেশে রাশেদ খান মেনন এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের গণহত্যার স্বীকৃতি না দেওয়ার কারণে ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যাকে উপেক্ষা করার সুযোগ সৃষ্টি হয়েছে। সরকারকে বাংলাদেশের গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে রাষ্ট্রীয় উদ্যোগ নিতে হবে।


ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর উত্তর কমিটির আহবায়ক সাদাকাত হোসেন খান বাবুলের সভাপতিত্বে ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কিশোর রায়ের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের পলিটব্যুরোর সদস্য কামরূল আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসাইন, আমিরুল হক আমিন, মোস্তফা আলমগীর রতন, সাব্বাহ আলী খান কলিন্স, যুবমৈত্রী সভাপতি তৌহিদুর রহমান, নারী মুক্তি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শিউলী শিকদার, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুর্শিদা আখতার নাহার, ছাত্রমৈত্রীর সভাপতি অতুলন দাস আলো প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us