হাইওয়ে পুলিশের তৎপরতা বাড়লেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝখানে বাসের যাত্রী নামানো বন্ধ করা যাচ্ছে না। ফলে যাত্রীদেরও মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি নিয়ে উঁচু সড়ক বিভাজক লাফিয়ে পার হতে হচ্ছে।
হাইওয়ে পুলিশ বলছে, মামলা দিয়েও মহাসড়কের মাঝখানে যাত্রী নামানো বন্ধ করা যাচ্ছে না। বাসচালকসহ পরিবহন সংশ্লিষ্টদের সচেতনতা তৈরি না হলে এই প্রক্রিয়া থামানো কঠিন।
অপরদিকে পরিবহন শ্রমিকদের দাবি, অবৈধ পার্কিংয়ের কারণে সার্ভিস লেনে যানজট লেগে থাকে, তা থেকে বাঁচতেই তাদের এভাবে যাত্রী নামাতে হচ্ছে।