তালেবান সরকার আফগানিস্তানের ক্ষমতায় আসার পর নারীদের প্রতি কঠোর অবস্থায় নিয়েছে। নারীদের খেলাধুলা বন্ধ করে দিয়েছে। লেখা-পড়ায় বাধা দিচ্ছে। নারী স্বাধীনতার বিপরীতে তালেবান সরকারের অবস্থানের কারণে আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্বীকৃতি জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
পরিস্থিতির ইতিবাচক উন্নতি না হলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে না বলেও জানিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী আগস্টে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। ওই সিরিজ স্থগিত করেছে অস্ট্রেলিয়া বোর্ড।