সিডনি টেস্টের প্রথম ইনিংসের দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার বর্ষীয়ান ব্যাটার উসমান খাজা। অ্যাশেজে এর আগে আরও ৯ জনের দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি ছিল। তবে ইতিহাসের তৃতীয় ব্যাটার হিসেবে তিনি সিডনির মাঠে দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন। তার সেঞ্চুরিতে ভর করে ইংল্যান্ডকে ৩৮৮ রানের বিশাল টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া।
আজ শনিবার ম্যাচের চতুর্থ দিনে অস্ট্রেলিয়া্ ৬ উইকেটে ২৬৫ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ১৩৮ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন উসমান খাজা। ১২২ বলে ৭৪ রানের ইনিংস খেলে খাজাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ক্যামেরন গ্রিন। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে কোনো উইকেট না হারিয়ে ৩০ রান তুলেছে ইংল্যান্ড। জয়ের জন্য আগামীকাল পঞ্চম দিনে তাদের ৩৫৮ রান করতে হবে।