বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল শেখ রাসেল ক্রীড়া চক্র থেকে আর্জেন্টিনার তৃতীয় বিভাগ লিগের সোল দা মায়ো তে যোগ দেওয়ার সময়ই ঝামেলা তৈরি হয়েছিল জামাল ভূঁইয়ার। শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে চুক্তি বৃদ্ধি করেও (শেখ রাসেল তেমনই দাবি করেছিল) তিনি আর্জেন্টিনার ক্লাবে যোগ দিয়েছিলেন। শেখ রাসেল ক্রীড়া চক্র চাইলে তার ছাড়পত্র আটকে রাখতে পারতো।
তবে সেটা করেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা। বল নিজেদের কোর্টে থাকার পরও শেখ রাসেল অনাপত্তি দেয় জামালের আন্তর্জাতিক ছাড়পত্র পাওয়ায়। শেখ রাসেল ক্রীড়া চক্রের বদন্যতায় আর্জেন্টিনার ক্লাবে খেলার পথ পরিষ্কার হয়েছিল ডেনমার্ক প্রবাসী এ ফুটবলারের।