দীর্ঘদিন ধরে মতভেদ, সিপিবিতে গৃহদাহ

সমকাল প্রকাশিত: ০২ মার্চ ২০২৪, ১৫:৩০

বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে (সিপিবি) নেতৃত্ব নিয়ে দেখা দিয়েছে বিরোধ। এরই জেরে দলটির উপদেষ্টা মনজুরুল আহসান খানকে স্থায়ী অব্যাহতি ও সদস্যপদ ছয় মাস স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ মনজুরুল আহসান খানের দাবি, দল কুক্ষিগত করার অংশ হিসেবে সুবিধাবাদী কেন্দ্রীয় নেতৃত্ব এ সিদ্ধান্ত নিয়েছে। দেশি-বিদেশি গোয়েন্দা সংস্থার ইন্ধনে সিপিবি ধ্বংস করার চেষ্টা চলছে বলেও অভিযোগ তাঁর। তবে কেন্দ্রীয় কমিটির নেতারা বলছেন, শৃঙ্খলা ভঙ্গের দায়ে গঠনতন্ত্র অনুযায়ী মনজুকে অব্যাহতি দেওয়া হয়েছে। পুরোটা বিষয় অভ্যন্তরীণ শৃঙ্খলাজনিত; এখানে অন্য কারণ খোঁজা উদ্দেশ্যপ্রণোদিত।


সূত্র জানায়, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নানা ইস্যুতে দীর্ঘদিন মতভেদ চলে আসছে মনজুরুল আহসান খানের। গত ১৭ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি সিপিবির বর্তমান নেতৃত্বকে সরিয়ে দিতে ‘রিকুইজিশন সম্মেলন’ আয়োজনের পরিকল্পনা করছেন জানান। একই সঙ্গে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম পরিচালনা, কর্মসূচিতে লোকসমাগমে ব্যর্থতা ও নিষ্ক্রিয়তার অভিযোগ করেন তিনি। এর পর ২৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কমিটি জরুরি সভা ডেকে মনজুর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। নানা কারণে আগেও মনজু পাঁচবার দল থেকে বরখাস্ত হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us