নিচতলার একটি দোকানের সিলিন্ডার থেকে বেইলি রোডে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। তিনি বলেন, দ্রুত ফায়ার সার্ভিস সেখানে পৌঁছালেও অন্যান্য সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে ধোঁয়া ছড়িয়ে পড়লে মার্কেটে একটি মাত্র সিঁড়ি থাকায় মারা যাওয়া ব্যক্তিরা নামতে পারেননি। নিচে নামতে গিয়ে অনেকে পুড়ে গেছে। শুক্রবার সকালে বেইলি রোডে অগ্নিকাণ্ডে দগ্ধ রোগীদের হাসপাতালে দেখতে এসে এসব তথ্য জানান তিনি।
খুরশীদ বলেন, ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, নিঃসন্দেহে এটি দুঃখজনক ঘটনা। যেকোনো দুর্যোগে র্যাব এগিয়ে আসে, এখানেও সহযোগিতার চেষ্টা করেছি।
তিনি বলেন, আমরা এখনও তদন্ত শুরু করিনি। আমাদের তদন্ত বিভাগ কাজ করছে, কেন এটি ঘটেছে সেটি পেলে বলতে পারব। ইতিমধ্যে যেহেতু একটি কমিটি গঠন হয়েছে, নিশ্চয়ই তারা বলবে কী কারণে এমন ভয়াবহ অবস্থা হয়েছে। সিঁড়িতে সিলিন্ডার রাখার বিষয়টি দেখতে গেলে, অতীত থেকে এখন পর্যন্ত যত অগ্নিকাণ্ড ঘটেছে সেখানে বিল্ডিং কোড অনুযায়ী কতটা হয়েছে, তা দেখতে হবে।