এআই চিপ নির্মাতা এনভিডিয়া’র বাজারমূল্য বর্তমানে দুই ট্রিলিয়ন বা দুই লাখ কোটি ডলার (এক দশমিক ৫৮ ট্রিলিয়ন ইউরো) ছুঁয়েছে।
বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির তালিকায় দ্রুততম সময়ে পৌঁছানোর নতুন মাইলফলকও তৈরি করেছে গ্রাফিক্স চিপ নির্মাতা কোম্পানিটি।
সিলিকন ভ্যালির এ চিপ নির্মাতার শেয়ার শুক্রবারের আগে কমে যেতে দেখা গেলেও শুক্রবার সকালে তা চার শতাংশেরও বেশি বেড়েছে।