এনভিডিয়া তাদের অ্যাডভান্সড এআই চিপে নতুন কনফিগারেশনের ঘোষণা দিয়েছে, যা বাড়াবে জেনারেটিভ এআই অ্যাপ্লিকেশনগুলোর গতি।
গ্রেস হপার সুপারচিপের নতুন এই সংস্করণ চ্যাটজিপিটির মতো জেনারেটিভ এআই অ্যাপ্লিকেশনের কার্যক্ষমতা বাড়াতে ‘এআই ইন্টারফিয়ারেন্স ফাংশনে’র জন্য বিশেষায়িত করা হয়েছে।
এনভিডিয়ার গ্রেস হপার সুপারচিপগুলো কোম্পানিটির এইচ১০০ মডেলের জিপিইউ এবং এনভিডিয়ার তৈরি সেন্ট্রাল প্রসেসরের সঙ্গে যুক্ত করার উপযোগী করে তৈরি করার কথা জানিয়েছে কোম্পানিটি।