ইউক্রেনকে ছয় হাজার কোটি মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এটির অনুমোদন এখনো কংগ্রেসে আটকে আছে। তবে বাইডেন এ ব্যাপারে আত্মবিশ্বাসী।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, কংগ্রেসের সহায়তা না পাওয়ায় আভদিভকা শহর ঘিরে তুমুল লড়াই থেকে ইউক্রেনীয় বাহিনীকে পিছু হটতে হয়েছে। এই শহরকে ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্কে প্রবেশের দ্বার হিসেবে বিবেচনা করা হয়।
এর আগে অবশ্য জেলেনস্কি ইউরোপে ‘বিপর্যকর’ পরিস্থিতি এড়াতে জরুরি ভিত্তিতে অস্ত্র সহায়তা চেয়েছেন।