মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ক্ষমা করার ব্যাপারে এ মাসেই সিদ্ধান্ত নেবে দেশটির রাজার নেতৃত্বাধীন রাজকীয় বোর্ড। বুধবার (১০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া (সিএনএ)।
দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে কারাদণ্ড দেন দেশটির আদালত। রাষ্ট্রায়ত্ত 1Malyasia Development Berhad (1MDB) থেকে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে এ কারাদণ্ড দেওয়া হয়। এই প্রজেক্টে বিনিয়োগ করা যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার বিনিয়োগকারীরা জানিয়েছেন, এখান থেকে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার চুরি হয়ে গেছে। যারমধ্যে ১ বিলিয়ন ডলার গেছে নাজিব সংশ্লিষ্ট অ্যাকাউন্টে। তবে সবসময় নিজেকে নির্দোষ দাবি করে আসছেন তিনি।
রাজার নেতৃত্বাধীন যে বোর্ডটি আছে সেটিতে রয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল এবং অন্যান্য সরকারি কর্মকর্তা। এ বোর্ড মূলত রাজাকে পরামর্শ দিয়ে থাকে। এই বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব।