দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার-২০২৪ ঘোষণা শুরু করেছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের ইশতেহারের শিরোনাম দেওয়া হয়েছে ‘স্মার্ট বাংলাদেশ: উন্নয়ন দৃশ্যমান বাড়বে এবার কর্মসংস্থান’। দলটির ইশতেহারে ১১টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
আজ বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ইশতেহার ঘোষণা করছেন।
ইশতেহারে মোবাইল সিম ব্যবহারকারীদের সংখ্যা তুলনা করে প্রধানমন্ত্রী জানান, ২০০৬ সালে দেশে সক্রিয় মোবাইল ফোন সিম সংখ্যা ছিল ১ কোটি ৯০ লাখ যা এখন ১৮ কোটি ৮৬ লক্ষ ৪০ হাজার, প্রায় ১০ গুণ বৃদ্ধি পেয়েছে।