ঢাকা জেলা ও মহানগরের ১৯টি আসনের মধ্যে ১৪টিতেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীরা চিন্তামুক্ত। এই আসনগুলোতে শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় জয়ের ব্যাপারে অনেকটাই ‘নির্ভার’ নৌকার প্রার্থীরা। ঢাকার বাকি ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতার এখনো সম্ভাবনা রয়েছে। কারণ, এই পাঁচটিতে আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
যদিও ঢাকার ১৩টি আসনে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন, কিন্তু রাজধানীর বেশির ভাগ আসনে দলটির প্রার্থীদের তেমন তৎপরতা নেই। একটি আসন ঢাকা-১৮ জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এই আসনসহ তিন–চারটি আসনে দলটির লাঙ্গল প্রতীকের প্রার্থীদের সক্রিয় তৎপরতা আছে।