দুর্নীতি, দুবৃর্ত্তায়ন ও অর্থপাচার রোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বাজার সিন্ডিকেট ভাঙ্গা এবং মুক্তিযুদ্ধের চেতনায় সাম্রাজ্যবাদবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করে ইশতেহার প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। ২৮ দফা নির্বাচনী ইশতেহারে ১৪৪টি উপধারায় আর্থ—সামাজিক অবস্থার নানা দিক তুলে ধরা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার পাঠ ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পার্টির পলিটব্যুরো জননেতা নুর আহমদ বকুল।