ভোটের মাঠে থামছেই না হামলা সংঘর্ষ আগুন

সমকাল প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৩২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুখোমুখি অবস্থানে রয়েছেন আওয়ামী লীগের নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা। প্রচারের চতুর্থ দিন গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে দু’পক্ষের সমর্থকদের সংঘর্ষ, প্রাণনাশের হুমকি, নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পাল্টাপাল্টি অভিযোগ ও মামলা করা হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের নেতাকর্মী। 


পোস্টার লাগানো নিয়ে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। গতকাল সকালে পটিয়া পৌরসভার পোস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের একজন নৌকার সমর্থক যুবলীগ নেতা আবু তৌহিদ (৩৬) এবং অপরজন ঈগল প্রতীকের সমর্থক হায়দার আলম (৩৮)। আওয়ামী লীগের প্রার্থী মোতাহেরুল ইসলাম বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় আমার সমর্থক আবু তৌহিদ আহত হয়েছেন।’ অভিযোগ নাকচ করে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকরা প্রতিনিয়ত আমাদের কর্মীদের ওপর হামলা করছে এবং নির্বাচনী ক্যাম্প ভেঙে দিচ্ছে।’ 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us