ভোটে না এসে উল্টো নাশকতা করলে কঠোর ব্যবস্থা: ইসি আলমগীর

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৩, ১৬:৪১

দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে ‘উদ্দীপনা ও নির্বাচনি আমেজ’ তৈরি হয়েছে বলে মনে করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।


কোনো দল ভোটে না এসে উল্টো যদি নাশকতা বা উসকানিমূলক কর্মকাণ্ড করে, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলাবাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১৪টি জেলা ঘুরে এসে বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন আলমগীর।


তিনি বলেন, “প্রতিটি জায়গায় নির্বাচনের পরিবেশ ভালো। কোথাও কোনো রকম সমস্যা নেই। স্থানীয় আইন শৃঙ্খলাবাহিনী, প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। সব জায়গায় শান্তিশৃঙ্খলা বজায় রেখেছেন। সুন্দর সুষ্ঠু, পরিবেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন করা যেন সম্ভব হয়, সে বিষয়টি আশ্বস্ত করেছেন। তাদের পদক্ষেপের পাশাপাশি ইসির পক্ষ থেকে যেসব পরামর্শ দেওয়া দরকার তা দিয়েছি।“


আগামী ৭ জানুয়ারির নির্বাচন সামনে রেখে গত সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটর্নিং কর্মকর্তারা। এরপর শুরু হয় ভোটের প্রচার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

উপজেলা নির্বাচনের তফসিল হতে পারে কাল

প্রথম আলো | নির্বাচন কমিশন কার্যালয়
৯ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us