বিএনপির বর্জনের মধ্যেও ‘অংশগ্রহণমূলক’ নির্বাচন উপহার দিতে ‘ডামি প্রার্থির’ যে কৌশল আওয়ামী লীগ নিয়েছিল, মনোনয়নপর্বের পরীক্ষায় তা উৎরে গেল ভালোভাবেই। আসনে আসনে ক্ষমতাসীন দলের স্বতন্ত্র প্রার্থীদের মিছিল আর সংসদের বিরোধী দলের সঙ্গে সমঝোতার পথ ধরে নির্বাচনি ট্রেন পৌঁছে গেল ভোটের লড়াইয়ের চূড়ান্ত পর্বে।
ভোট আয়োজনের শেষ ধাপে এগোনোর পথে ‘এক দফার’ আন্দোলনে থাকা বিএনপি ও সমমনাদের বাধা যেমন বিপত্তি ছাড়াই ডিঙিয়েছে আওয়ামী লীগ, তেমনি আসন ভাগাভাগি নিয়ে রাজনৈতিক মিত্র জাতীয় পার্টির সঙ্গে নাটকীয়তাও সামলেছে সমানতালে।
শরিকদের জোটে ধরে রেখে ছাড় দেওয়ার কৌশলেও সফল হয়েছে ক্ষমতাসীন দলটি, আসন সংখ্যা আগের নির্বাচনের চেয়ে এক ধাক্কায় কমিয়ে এনেছে অর্ধেকে।
একই সঙ্গে নির্বাচনকেন্দ্রিক রাজনীতিতে প্রার্থিতা নিয়ে নিজেদের ঘর গুছিয়েছে সুচারু রূপে আর দলের নেতাদের স্বতন্ত্রের জোয়ারে নামিয়ে দেওয়ার কৌশলও কাজ করেছে; একতরফা ভোটের আলোচনায় যা দিয়েছে ভিন্ন আঙ্গিক।