কর ফাঁকি দেওয়া বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের খোঁজে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর জরিপ বিভাগ। বৈধ অস্ত্রের মালিকদের নামের তালিকা, তাঁদের আয়, যাবতীয় সম্পদ ও আয়কর-সংক্রান্ত তথ্য ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে সব কর অঞ্চলের কমিশনারদের চিঠিও দেওয়া হয়েছে।
এনবিআর সূত্র বলেছে, দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বৈধ অস্ত্রের লাইসেন্সধারীদের কেউ কর ফাঁকি দিয়ে থাকলে তাঁদের বিরুদ্ধে আয়কর আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ১২ ডিসেম্বর কর জরিপ, ফাঁকি ও আইটিপি বিভাগের দ্বিতীয় সচিব মীর মো. আরিফ হোসেনের সই করা চিঠিতে বৈধ অস্ত্রের মালিকদের নাম-ঠিকানা, গত দুই অর্থবছরে আয়কর রিটার্ন জমা, কোন অর্থবছরে কত আয় দেখিয়ে কত টাকা কর দিয়েছেন, লাইসেন্স পাওয়া অস্ত্রের ক্যাটাগরি, মডেল ও লাইসেন্সের জন্য আবেদনের তারিখও জানতে চাওয়া হয়েছে। মূলত কর ফাঁকির সন্দেহেই এসব তথ্য চাওয়া হয়েছে।