আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যয় সম্পর্কে যা জানা যাচ্ছে, তাতে মনে হয় গতবারের চেয়ে কমপক্ষে দ্বিগুণ ব্যয় করতে হবে। গতবার, অর্থাৎ ২০১৮ সালের নির্বাচনে ব্যয় ধরা হয়েছিল ৭০০ কোটি টাকা।
বাস্তবে ব্যয় আরও বেশি হয়েছিল। এবারও ব্যয় অনুমিত অঙ্ক ছাড়িয়ে যাবে বলে ধরে নেওয়া ভালো। সিংহভাগ ব্যয় নাকি হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেছনে।