বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা নবম দফা অবরোধের মধ্যে গত তিন দিনে দুর্বৃত্তরা ১১টি যানবাহনে আগুন দিয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত এসব অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস বলছে, এই কয় দিনে শুধু ঢাকা সিটিতে ৪ টি, গাজীপুরে ৫ টি, সিলেটে একটি ও দিনাজপুর একটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩টি কাভার্ডভ্যান,৫টি বাস ও ৩টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এসব আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৯টি ইউনিট ও ৯৬ জন মানুষ কাজ করে।