সারা বিশ্ব সুষ্ঠু নির্বাচন দেখার অপেক্ষায়, আশা করি তা হবে: সালমা ইসলাম

যুগান্তর প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ১৫:২৯

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ উপজেলা) আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য এবং সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় তিনি বলেন, সারা বিশ্ব সুষ্ঠু নির্বাচন দেখার অপেক্ষায়, আশা করি তা হবে।


বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা জেলা রিটার্নিং অফিসার ও ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমানের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।


সালমা ইসলাম বলেন, দোহার-নবাবগঞ্জবাসী আমাকে চায়। আমি ঘরে ঘরে গিয়েছি, আমি তাদের কথা শুনেছি। আমি এলাকার ৮৬টি রাস্তায় কার্পেটিংয়ের কাজ করেছি, ৬৪টি স্কুল-কলেজ স্থাপন করেছি। স্কুল-কলেজ সরকারীকরণ করেছি। নদীভাঙন রোধে আমি ২১৭ কোটি টাকা সরকারের কাছ থেকে এনে নদীভাঙন রোধ করেছি। এই এলাকায় বিদ্যুতের অভাব ছিল, আমি খুঁজে খুঁজে বের করে তাদের ঘরে আলো জ্বালিয়েছি। বন্যা হলে আমাদের আশ্রয়কেন্দ্র ছিল না, আমি আশ্রয়কেন্দ্র করে দিয়েছি। আপনারা গেলেই এগুলো দেখতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us