রাজধানীর বিজয় সরণির মেট্রো রেলস্টেশনের নিচে আড়াআড়িভাবে আটকে যাওয়া বাসটি প্রায় দেড় ঘণ্টা পরে সরানো হয়েছে। ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশের তেজগাঁও বিভাগ।
আজ বুধবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মীদের বহন করা বিআরটিসির একটি বাস ব্রেকের নিয়ন্ত্রণ হারিয়ে বিজয় সরণির উড়োজাহাজ ক্রসিংয়ের কাছে মেট্রো রেলস্টেশনের নিচে আড়াআড়িভাবে আটকে যায়।
বিআরটিসির বাসচালক মাসুদ রানা প্রথম আলোকে বলেন, গাড়ির ব্রেকের নিয়ন্ত্রণ হারিয়ে গিয়েছিল। সামনে ছিল একটি ব্যক্তিগত গাড়ি। সেটিকে রক্ষার জন্য তাঁকে ঘুরতে হয়। তাতেই বাসটি মেট্রো রেলের নিচে রাস্তার পাশের গ্রিলে আটকে যায়।
ট্রাফিক পুলিশের তেজগাঁও বিভাগ জানিয়েছে, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে বাসটি সরিয়ে নেওয়া সম্ভব হয়।
এ দিকে দুর্ঘটনার পরে পরিকল্পনা মন্ত্রণালয়ের দিক থেকে বিজয় সরণির দিকে আসা বাসগুলো বন্ধ করে দেওয়া হয়। এতে আগারগাঁও থেকে খামাড়বাড়ী–ফার্মগেট–মতিঝিলগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েন।