শিরোনামের প্রশ্নটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলনে বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী পাল্টা প্রশ্ন করেন। তার প্রশ্নটি ছিল বাম রাজনৈতিক দলগুলোর প্রতি।
২০০৮ সালের নির্বাচনে ক্ষমতায় আসার শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। এর আগে ১৯৯৬ সালে ২১ বছর পর শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ। প্রথম দফায় ক্ষমতায় শেখ হাসিনার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার, বিচারহীনতার সংস্কৃতি ধেকে দেশকে বের করে এনে আইনের শাসন প্রতিষ্ঠা, দেশকে স্থিতিশীল করা।